Skip to main content

কোর্স কারিকুলাম

এই কোর্সে আমরা যে বিষয়গুলো শিখব তার উপর একটি ছোট ভিডিও।
বাচ্চাদের সমাধান করার জন্য একটি মজার ধাঁধা।
শরীরের একান্ত অঙ্গ কি? (অভিভাবকদের জন্য নোট: আমরা এই কোর্সে শরীরের একান্ত অঙ্গগুলির নাম শেখাই না।)
শরীরের একান্ত অঙ্গ চেনার জন্যে অনুশীলন।
সুরক্ষিত ও অসুরক্ষিত পরিস্থিতি কি?
ব্যক্তিগত সুরক্ষা নিয়ম - একটি সহজ নিয়ম যা বাচ্চাদের সুরক্ষিত থাকতে সাহায্য করতে পারে।
সুরক্ষিত ও অসুরক্ষিত পরিস্থিতি চেনার জন্যে কিছু অনুশীলন
সুরক্ষা নিয়মের ব্যতিক্রম
সুরক্ষিত ও অসুরক্ষিত পরিস্থিতি চেনার জন্যে আরো কিছু অনুশীলন
আপনার ব্যক্তিগত সুরক্ষা নিয়ম ভঙ্গ হলে কি করবেন।
কিভাবে না বলা যায় আর একজন সাহায‍্যকারী বড় ব্যক্তিকে বোলা যায়ে
5 জন সাহায‍্যকারী বড় ব্যক্তিদের চেনার জন্যে অনুশীলন
এই কোর্সে আমরা যা শিখেছি তার সারাংশ।
একটি গান।